চট্টগ্রাম নগরের আকবর শাহ্ থানাধীন ফিরোজশাহ এলাকা হতে রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্চি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে এসআই তৌহিদ ও এসআই আমিরসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পিচ্চি জাহিদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় নয়টি চুরি, ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত পিচ্চি জাহিদ আকবর শাহ্ থানাধীন বিশ্ব কলোনী ফিরোজশাহ এলাকার মজনু শেখের পুত্র।
এবিষয়ে ওসি রোজিনা খাতুন বলেন,পিচ্চি জাহিদ এলাকার ত্রাস,তার অত্যাচারে সাধারণ মানুষ ও ব্যবসায়ী চাকরিজীবী আতংকে থাকে।তাকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।