ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 881273 জন

  • নিউজটি দেখেছেনঃ 881273 জন
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে চুরি হয়ে যাওয়া একটি ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার জুজখোলা এলাকার হিরন মিরবরের ছেলে ইজিবাইক চালক বিপ্লব মিরবর তার ইজিবাইকটি পিরোজপুর এলজিইডি অফিসের সামনে রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ইজিবাইকটি চুরি হয়ে গেছে।


বিষয়টি জানার পরপরই পিরোজপুর সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জুজখোলা এলাকা থেকেই চোরাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। একই সময় আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মিলন মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়।


গ্রেপ্তারকৃত মিলন মোল্লা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. রবিউল ইসলাম।


তিনি আরও বলেন, এই চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।


এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১.৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ