ঢাকা
খ্রিস্টাব্দ

মাছ ধরার নৌকা থেকে উদ্ধার ১৩০ অভিবাসী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1069988 জন

  • নিউজটি দেখেছেনঃ 1069988 জন
মাছ ধরার নৌকা থেকে উদ্ধার ১৩০ অভিবাসী
ফাইল ছবি।

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।


স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রবিবার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ইতালির ক্রোটোনে ও রোকেলা জোনিকা অঞ্চলের কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে অভিবাসীদের নিয়ে ক্রোটোনে বন্দরে পৌঁছন।

 

অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্ট গার্ড। পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে। দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুইটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছয়। 


উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা।

 

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী ও ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক ও ছয়জন পাকিস্তানের নাগরিক। 


চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৭০৪ জন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি দ্বিগুণ।


গত বছর মোট ৬৬ হাজার ৩১৭ জন আশ্রয়প্রার্থী ইতালিতে পৌঁছয়, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২.১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ