ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুরের গংগাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1065098 জন

  • নিউজটি দেখেছেনঃ 1065098 জন
রংপুরের গংগাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে  ২টি বিদেশি পিস্তল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

রংপুরের গংগাচড়া উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ১:৩০ মিনিট থেকে ৩:০০টা পর্যন্ত চলা এ অভিযানে মৌলভী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।


যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি নির্দিষ্ট জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়ার জন্য গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, এই অভিযান সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও যৌথ বাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।


এদিকে, এ ধরনের সফল অভিযানের জন্য এলাকাবাসী যৌথ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রংপুর
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০০ অপরাহ্ন