ঢাকা
খ্রিস্টাব্দ

জামায়াতের আমির: নির্বাচন নয়, সংস্কারই জরুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1716606 জন

  • নিউজটি দেখেছেনঃ 1716606 জন
জামায়াতের আমির: নির্বাচন নয়, সংস্কারই জরুরি
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : লাল সবুজ বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।


ডা. শফিকুর রহমান বলেন, "রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু করার আগে আমাদের মৌলিক কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। বর্তমান সরকার একটি নির্দলীয় সরকার হিসেবে কাজ করছে, এবং তাদের মূল লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা।"


তিনি জানান, গত তিনটি নির্বাচনে জনগণ বঞ্চিত হয়েছে এবং আগামী নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা জরুরি। এই প্রক্রিয়ায় কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যা তারা বৈঠকে আলোচনা করেছেন।


"৯ অক্টোবর আমরা আমাদের প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরব," বলেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান।


জামায়াতের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, আ ন ম শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংলাপের ধারাবাহিকতায় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ