ঢাকা
খ্রিস্টাব্দ

পাহাড় কাটার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে : চসিক মেয়র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৯.৩২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৯.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1161054 জন

  • নিউজটি দেখেছেনঃ 1161054 জন
পাহাড় কাটার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে : চসিক মেয়র
ডা. শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

পাহাড় কাটার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার কথা বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের পাহাড়গুলো ইচ্ছে করে কাটা হচ্ছে। এ পাহাড় কাটা রোধ করতে হবে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। 


শুক্রবার (৩ জানুয়ারি) নগরের লাভ লেনে স্মরণিকা কনভেনশন হলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ব্যাংকের ডিএমডি ফজলুর রহমান চৌধুরী।


চট্টগ্রামকে নিয়ে বলা গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের কথা তুলে ধরে চসিক মেয়র বলেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, চট্টগ্রামে এলে উনার ভালো লাগে। চট্টগ্রামের পরিবেশ ভালো লাগে। সিআরবিতে বসে থাকতে উনার ভালো লাগে।



তিনিসহ চট্টগ্রামবাসীর ওপর দেশের মানুষ তাকিয়ে আছে। তাই চট্টগ্রামের সুন্দর লাগার সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন শহর গড়তে হবে। এটার দায়দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।


 

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, এমন একটা সময় ছিল যখন, বিত্তবানরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য দাতব্য চিকিৎসালয়, পুকুর খননসহ বিভিন্নভাবে সাহায্য করতেন। 


সভাপতির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, বছর ব্যাংকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। এবারও সারা দেশের ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে কম্বল বিতরণ করা হচ্ছে। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল আরাফাহ ব্যাংকের চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ আযম। আরো বক্তব্য দেন ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ম্যানেজার আসাদুজ্জামান বাবু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সদস্যসচিব শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৯.৩২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৯.৩২ অপরাহ্ন