ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে বাসের ধাক্কায় পথচারী নিহত, তিনজন আহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই । দৈনিক লাল সবুজ বাংলাদেশ ।।
নিউজটি দেখেছেনঃ 1706472 জন
  • নিউজটি দেখেছেনঃ 1706472 জন
মিরসরাইয়ে বাসের ধাক্কায় পথচারী নিহত, তিনজন আহত
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার সন্ধ্যায় একটি দুর্ঘটনায় একজন পথচারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আলম (৭০), তিনি সীতাকুণ্ডের উত্তর ইদিলপুর গ্রামের জামাল আহমদের ছেলে।


দুর্ঘটনার শিকার আহত তিনজন হলেন মিরসরাই সদরের বাসিন্দা রসূল আহমদ (৩২), সাগর (২৭) এবং আশিশ কুমার দে (২৭)। রসূল আহমদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় চট্টগ্রামগামী একটি সিডিএম বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী, একটি দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল এবং একটি ভটভটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় একজন পথচারী নিহত হন এবং অন্যান্য তিনজন আহত হন।


জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই । দৈনিক লাল সবুজ বাংলাদেশ ।।

আপডেট :