ঢাকা
খ্রিস্টাব্দ

এবার হলিউডের চলচ্চিত্রে রোনালদো

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ৪.১১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ৪.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 879480 জন

  • নিউজটি দেখেছেনঃ 879480 জন
এবার হলিউডের চলচ্চিত্রে রোনালদো
নতুন প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করেছেন ক্রিস্টিয়ানো রোনালেদো।

ফুটবল মাঠের সাফল্যের পর এবার সিনেমার পর্দায়ও নিজের প্রতিভার ছাপ রাখতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালেদো। হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)। এর মাধ্যমে এবার চলচ্চিত্র জগতে পদার্পণ করতে যাচ্ছেন এই কিংবদন্তি । 


ইতিমধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস এবং হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন রোনালদো।



এবার তার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান গড়ে তোলা।  ইউআরমার্ভ স্টুডিওটি রোনালদোর বিশ্বজোড়া জনপ্রিয়তাকে ভনের পরিচালনা এবং অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে খেলাধুলা এবং সিনেমার দুই জগতকে একত্রিত করবে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো। 

গত বছরই রোনাল্ডো তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ এবং অনুসারীর রেকর্ড ভেঙে ফেলেন। এবার তিনি বড় পর্দায়ও রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন।


এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়, ব্যবসায়িক নতুন উদ্যোগের দিকে তাকিয়ে থাকা এই অধ্যায়টি আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর।’


একই বিবৃতিতে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন যা আমি কখনোই লিখতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে মুখিয়ে আছি— সে সত্যিকারের একজন সুপারহিরো।



লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস, এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের মতো একাধিক হিট ফ্র্যাঞ্চাইজির পরিচালক ও প্রযোজক হিসেবে পরিচিত ম্যাথিউ ভন, সর্বশেষ ২০২৪ সালে স্পাই থ্রিলার ‘আর্গাইল’ নির্মাণ করেন, যেখানে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল ও ব্রাইস ডালাস হাওয়ার্ড।


পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াব্যক্তিত্ব প্রায়ই ফুটবল-পরবর্তী জীবন নিয়ে কথা বলেন। তিনি বহুবার বলেছেন, ফুটবলের পরবর্তী জীবনে তিনি কোচিংয়ের চেয়ে ব্যবসায়িক দিকেই মনোযোগ দিতে চান। তার এই নতুন স্টুডিও ফুটবলপ্রেমী ও চলচ্চিত্র দর্শকদের জন্য বড় কোনো উপহার নিয়ে আসবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা!


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ৪.১১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ৪.১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ