বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, এসময় তাকে অপহরণেরও চেষ্টা করা হয়। তবে হামলায় তার কোনো গুরুতর ক্ষতি হয়নি এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিশ্রামে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিপু আলম মিলন তার গাড়িতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা প্রথমে গাড়িটি আটকে দেয়। এরপর গাড়ি থেকে নামতেই সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টিপু আলমের চিৎকারে আশপাশের লোকজন ও টেলিভিশনের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করেন।
এসময় ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল পালিয়ে গেলেও, ৫ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়। বনানী থানায় হত্যাচেষ্টা ও অপহরণের উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আটক সন্ত্রাসীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে তাদের উদ্দেশ্য এবং হামলার পেছনে কী কারণ ছিল তা এখনো পরিষ্কার হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বলেন, টিপু আলমকে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ৫ জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যান্যদের আটকে অভিযান চলছে।