ঢাকা
খ্রিস্টাব্দ

শিল্পী 'সঞ্জিত আচার্য্য'র অবদান কোনদিন মুছে যাবে না

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.১৫ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1226282 জন

  • নিউজটি দেখেছেনঃ 1226282 জন
শিল্পী 'সঞ্জিত আচার্য্য'র অবদান কোনদিন মুছে যাবে না

লোককলা চর্চা কেন্দ্র (লোচক) এর উদ্যোগে সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী সঞ্জিত আচার্য্যরে শোকসভা বিকেল সাড়ে ৩ টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে বর্ষীয়ান সংগঠক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর শুরুতে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের পরিচালক ভাস্কর ডি.কে.দাশ মামুন।  প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-সাংস্কৃতিক সংগঠক রহমান হাবিব, জসিম উদ্দিন চৌধুরী।


বিশেষ অতিথি ও আলোচকবৃন্দের মাঝে ছিলেন- সাংবাদিক মুকুল সিকদ্দার, আলমগীর সিকদার, ওস্তাদ অমলেন্দু রাহা, আবৃত্তি শিল্পী মেজবাহ চৌধুরী, নাট্যকর্মী জাবের হোসেন, এমরান হোসেন মিটু, সাংবাদিক বেলায়েত হোসেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল হরিপদ দেয়ারী, শিল্পী এম.এ হাসেম, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিক, প্রধান শিক্ষক তরণী কুমার সেন,  সংগঠক প্রণব রাজ বড়ুয়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আইটি এক্সপার্ট ধনঞ্জয় কুমার শর্মা, লোক কবি আব্দুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শর্মা, সংগঠক তাজুল ইসলাম রাজু, চৌধুরী জসীমুল হক, নাট্যকর্মী আজগর আলী, গীতিকার ইমরান ফারুকী, মোঃ মিজান, শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী সমীর সেন, সংগঠক সজল দাশ, শিল্পী উজ্জ্বল সিংহ প্রমুখ।


আলোচনায় বক্তরা বলেন- “লোকশিল্প বাঙ্গালীর প্রান স্পন্দন”। চট্টগ্রামের আঞ্চলিক শিল্পী বিশেষ করে সংগীত ও নাটক যাঁদের শ্রম ও মেধালব্ধ গবেষনা, সৃষ্টি ও পরিবেশনায় বিশ্বব্যাপী একটি গৌরবের স্থান করে নিয়েছে তাদের মধ্যে শিল্পী সঞ্জিত আচার্য্য অন্যতম একজন রূপকার। তাঁর রচিত অনেক গান ও নাটক লাখো লাখো শ্রোতা-দর্শক- জনতার হৃদয়ে বহুকাল অনুরননিত হবে। তাঁর মতো শিল্পীরা সমাজ হতে যত না গ্রহণ করেন দিয়ে যান তার সহস্র গুণ।


বক্তাগণ সঞ্জিত আচার্য্যরে সৃষ্টিকর্ম  সংরক্ষনের জন্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়সহ সকল বিভাগের বদান্যতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে তার স্মৃতির উদ্দেশ্যে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঞ্চিত আচার্য্যরে দলীয় ও একক গান পরিবেশনায় অংশ নেন- শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী এম.এ হাশেম, জাহানারা পারুল, ডাঃ শিউলী চৌধুরী, আখেরুননেছা দিনা, শিল্পী বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, গীতা রানী সিংহ,বিথী রানী সিংহ, মোঃ ফারুখ, পম্পি দাশ, জীবন তাতী,  দিয়া দাশ, এমরান হোসেন মিঠু  প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.১৫ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.১৬ অপরাহ্ন