ঢাকা
খ্রিস্টাব্দ

৪৩তম "সরকারি ক্রয় ব্যবস্থাপনা" প্রশিক্ষণ কোর্সে বর্ধিত মনোনয়ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ৯.৪১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ৯.৪১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1072941 জন

  • নিউজটি দেখেছেনঃ 1072941 জন
৪৩তম "সরকারি ক্রয় ব্যবস্থাপনা" প্রশিক্ষণ কোর্সে বর্ধিত মনোনয়ন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

আগামী ২৬ জানুয়ারী ২০২৫ তারিখ হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত ০২ (দুই) সপ্তাহ মেয়াদে ৪৩তম "সরকারি ক্রয় ব্যবস্থাপনা" প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ০৫ (পাঁচ) জন কর্মকর্তাকে বর্ধিত মনোনয়ন প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-২ শাখার উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক পত্র/আদেশ সূত্রে এ তথ্য জানা যায়। 


বর্ধিত মনোনয়নপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন: (১) মোহাম্মদ মামুন শিবলী, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (২) মনদীপ ঘরাই, উপপরিচালক, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি; (৩) ফাহিজা বীসরাত হোসেন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল; (৪) প্রফেসর মনির উদ্দিন আহম্মদ, উপাধ্যক্ষ, রাজশাহী সরকারি সিটি কলেজ; (৫) প্রফেসর মো্‌হা: বায়েজিদ বোস্তামী, অধ্যাপক, অর্থনীতি, রাজশাহী সরকারি সিটি কলেজ।


চারটি শর্তসাপেক্ষে কর্মকর্তাগণকে এ প্রশিক্ষণ কোর্সে মনোনীত করা হয়। শর্তগুলো হলো: (১) মনোনীত কর্মকর্তাগণ স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক বিসিএস প্রশাসন একাডেমির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন; (২) রেজিষ্ট্রেশন সম্পন্নকারী কর্মকর্তাগণ ২৫/০১/২০২৫ ইং তারিখ বেলা ৫.০০ টার মধ্যে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায়, ২৬/০১/২০২৫ ইং তারিখ হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে সকল কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। (৩) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন। (৪) কোর্সটি আবাসিক/অনাবাসিক। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ওবাইদুল হক | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ৯.৪১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ৯.৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ