ঢাকা
খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

৩০ জুন ২০২৬ এর মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন

নির্বাচন কমিশনের হাতে সময় নির্ধারণের দায়িত্ব !
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.৪২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1248761 জন

  • নিউজটি দেখেছেনঃ 1248761 জন
৩০ জুন ২০২৬ এর মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, -ছবি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


শফিকুল আলম বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, যা থেকে নিশ্চিত হয়ে বলা যায় যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং সময় নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।"


১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে।” তিনি আরও বলেন, "বিস্তৃতভাবে বলা যায়, নির্বাচনের তারিখ ২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্ধারিত হতে পারে।"


আজকের প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও বলেন, "যারা জুলাই-আগস্টের আন্দোলনে রক্তপাত ঘটিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে, যারা গণহত্যায় জড়িত তাদের বিচার হবে।" তিনি আরো বলেন, "হত্যাকাণ্ড এবং গুমের সাথে জড়িত সকল অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।"


এই গুরুত্বপূর্ণ ঘোষণায় ভবিষ্যৎ নির্বাচন ও বিচার প্রক্রিয়ার দিকে জনমত গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.১৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.৪২ অপরাহ্ন