ঢাকা
খ্রিস্টাব্দ

রংপুর পার্কের মোড়ে পিস্তলসহ দুই তরুণ-তরুণী আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | লাল সবুজ বাংলাদেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.০৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1181789 জন

  • নিউজটি দেখেছেনঃ 1181789 জন
রংপুর পার্কের মোড়ে পিস্তলসহ দুই তরুণ-তরুণী আটক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় থেকে পিস্তলসহ দুই তরুণ ও দুই তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে পুলিশ একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে এবং থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।


পুলিশ সূত্রে জানা গেছে, আটক তরুণীদের মধ্যে একজন হলেন তাসনিম স্বর্গ, যার স্থায়ী ঠিকানা ধাপ কটকিপাড়া এবং অপরজন হলেন লালমনিরহাট হাতীবান্ধার সাদিয়া, যার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া। আটক তরুণরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা হারুনউর রশিদ মেহেদি (পিতা: আতাউর রহমান) এবং কাওসার আহমেদ (পিতা: সোলায়মান আলী)।


তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম সরকার জানান, উদ্ধারকৃত পিস্তলটি আসল না নকল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে আটক তরুণ-তরুণীরা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।


ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | লাল সবুজ বাংলাদেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.০৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ৯.০৫ অপরাহ্ন