ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গ্রেফতার সাবেক চসিক কাউন্সিলর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.০০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.০০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1265049 জন

  • নিউজটি দেখেছেনঃ 1265049 জন
চট্টগ্রামে গ্রেফতার সাবেক চসিক কাউন্সিলর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলি এবং হত্যাচেষ্টা মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেফতার  করেছে র‌্যাব-৭। সোমবার বিকালে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবদুল বারেক চসিকের ৪০ নম্বর পতেঙ্গা উত্তর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।


মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। এ কর্মসূচিতে ভিকটিম কাজী মো. সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। আন্দোলন চলাকালীন সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায়।এ সময় ভিকটিম কাজী মো. সোহেল জীবন রক্ষায় আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌড়ে চলে যাওয়ার সময় নুপুর মার্কেট গলিতে পৌঁছালে আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা তাকে গুলি চালান। তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।


র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বারেককে গ্রেফতার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.০০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০.০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ