ঢাকা
খ্রিস্টাব্দ

জোরারগঞ্জ থানার ওসি’র মানবিক উদ্যোগে মানসিক প্রতিবন্ধি নারী ও শিশু কন্যা ফিরে পেল তার পরিবার

৯৯৯-এর মাধ্যমে পাওয়া সংবাদে তৎপর পুলিশ-
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৫.০৮ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৮.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1259467 জন

  • নিউজটি দেখেছেনঃ 1259467 জন
জোরারগঞ্জ থানার ওসি’র মানবিক উদ্যোগে মানসিক প্রতিবন্ধি নারী ও শিশু কন্যা ফিরে পেল তার পরিবার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ারহাট বাজার থেকে রবিবার (গত ১৪ ডিসেম্বর রাতে) মানসিক প্রতিবন্ধি নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তার শিশুকন্যাকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।

তিনি জানান, মনোবিদ্যাগত প্রতিবন্ধকতার কারণে নিজের নাম বা পরিচয় দিতে না পারলেও, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার তার শিশু কন্যাকে সু-কৌশলে জিজ্ঞাসাবাদ করে নারীটির সম্ভাব্য ঠিকানা উদঘাটন করেন। এরপর, সাংবাদিকদের সহযোগিতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির সাহায্যে পরিবারের খোঁজ পাওয়া যায়।

উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধি নারীর নাম প্রভা রানী দাস (৪৫), স্বামী: নেপাল দাস এবং তার শিশু কন্যা সুক্তা দাস (৮)। তারা সীতাকুণ্ড উপজেলার ৮ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড- ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। পরবর্তীতে, মীরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনা উপস্থিতিতে, প্রভা রানী ও তার শিশু কন্যাকে নিরাপদে তার স্বামী নেপাল দাসের কাছে হস্তান্তর করা হয়। নেপাল দাস তার স্ত্রী ও সন্তানকে ফিরে পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, "নারী ও শিশু কণ্যাটিকে পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে। পুলিশ মানবিক হোক, জনগণ তাই চাই। একদিকে মানবিক কাজ, অপরদিকে পুলিশের দায়িত্ববোধ দুই, সকলের সহযোগিতায় পুলিশের মনোবল বৃদ্ধিতে উৎসাহ যোগাতে সাহায্য করবে।" তিনি আরও বলেন, "যেসব সাংবাদিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের সহায়তায় নারী ও শিশুটির পরিবার খুঁজে পেতে সক্ষম হয়েছি।"

এই মানবিক পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে, এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৫.০৮ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৮.২৯ অপরাহ্ন