মহান বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের সদস্যরা। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, "বিজয় দিবস আমাদের গৌরবের দিন। এ দিন বাঙালি জাতি বিশ্বের বুকে নিজেদের স্বাধীন অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছে।"
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, যা বাংলাদেশকে চূড়ান্ত স্বাধীনতার সূর্য উপহার দেয়। দিনটিকে কেন্দ্র করে মিরসরাইয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের এই শ্রদ্ধাঞ্জলি আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।