যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিরসরাই উপজেলায় উদযাপিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন।
সভায় তিনি শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, "আমাদের স্বাধীনতার সূর্যোদয়ের পেছনে বুদ্ধিজীবীদের ত্যাগ অনস্বীকার্য। তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্ত্তী। তিনি বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিরক্ষা আমাদের দায়িত্ব। তাঁদের দেখানো পথেই আমরা এগিয়ে যেতে চাই।”
উক্ত অনুষ্ঠানে মিরসরাইয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা।