ক্লাব ম্যাচের বিরতির পর আবারো পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স লীগের। নিজেদের হারানো ফর্ম ফিরে পেতে এবং দ্বিতীয় রাউন্ডের যাত্রার পথ আরেকটু মসৃণ করতে টেবিলের ৫ নাম্বারে থাকা দল আটলান্টার বিপক্ষে আজকে মাঠে নামবে সর্বোচ্চ সংখ্যক উচল জয়ী রিয়াল মাদ্রিদ। উচলের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদ এবারের সিজনে আছে টেবিলের ২৪ নাম্বারে। বাংলাদেশ সময় আজ রাত ২ঃ০০ টায় মাঠে নামবে আনচেলোত্তি বাহিনী। এদিকে দিনের অন্য ম্যাচে টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামবে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যাচে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব জিরোনা।
চ্যাম্পিয়ন্স লীগের আজকের ম্যাচসমূহঃ
জাগ্রেভ বনাম সেল্টিক (রাত ১১ঃ৪৫ মিনিট), জিরোনা বনাম লিভারপুল (রাত ১১ঃ৪৫ মিনিট), ব্রেস্ট বনান পিএসভি (রাত ২ঃ০০টা), শাখতার দানেস্ক বনাম বায়ার্ন মিউনিখ (রাত ২ঃ০০টা), ক্লাব ব্রুগ বনাম এসসি স্পোর্টিং (রাত ২ঃ০০টা), শার্লসবার্গ বনাম ই এস জি (রাত ২ঃ০০টা), আর বি লিপজিগ বনাম এস্টন ভিলা (রাত ২ঃ০০টা), লেভারকুসেন বনাম ইন্টারমিলান (রাত ২ঃ০০টা), এটলান্টা বনাম রিয়াল মাদ্রিদ (রাত ২ঃ০০টা)।