স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন এবং অধ্যাপক ড. সৈয়দ মো: আকরাম হোসেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অংশীজনদের সাথে রবিবার (২১ ডিসেম্বর ২০২৪) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সভায় স্বাস্থ্যখাতের উন্নয়ন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন, স্থানীয় স্বাস্থ্যকর্মী, উপজেলার বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। কমিশনের সদস্যরা স্বাস্থ্যখাতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।