চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অভিযানে রহিম উল্ল্যাহ (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর ২০২৪) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যবহৃত একটি প্রোভোক্স গাড়ি আটক করা হয়। আটককৃত যুবক উপজেলার ১নং করেরহাট ইউনিয়নর ৫নংওয়ার্ড সরকার তালুক এলাকার মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে।
অভিযানের বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন জানান, রাত ৩:২০ ঘটিকার সময় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় নাহার মোটরস এর সামনে থেকে ৩৫ বছর বয়সী মাদক ব্যবসায়ী রহিম উল্ল্যাহকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও কয়েকটি মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, এবিষয়ে এসআই সুফল চন্দ্র সিংহ বাদী হয়ে রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেছেন।
মামলার তথ্যানুসারে এসআই সুফল চন্দ্র সিংহ জানান, রহিম উল্লাহর বিরুদ্ধে আগেও লোহাগাড়া, জোরারগঞ্জ ও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায়। (০১) লোহাগাড়া থানার মামলা নং-১৭, তারিখ- ১২ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (০২) জোরারগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (০৩) পটিয়া থানার মামলা নং-৩০/৩০, তারিখ- ২৬ জানুয়ারি, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (০৪) জোরারগঞ্জ থানার মামলা নং-২/২৪, তারিখ- ০৮ ফেব্রুয়ারি, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা সমূহের আসামী।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। রহিম উল্লাহ নামের একজনকে মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন সে জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাকে হাতেনাতে গাড়িতে মাদক পরিবহন অবস্থায় আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধ পরিকর জানিয়ে গ্রেফতারকৃত আসামী রহিম উল্লাহকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি শিফাতুল মাজদার।