দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব না দিলে অনেক সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-রাওয়া আয়োজিত সেমিনারে জুলাই-আগস্ট মাসের বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান ও বিপ্লবোত্তর ভূমিকা নিয়ে বক্তারা বলেন, পুলিশ প্রায় অকার্যকর। ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছে না।
গণঅভ্যুত্থানের সময় সেনা প্রধানের ভূমিকার প্রশংসা করে তারা বলেন, তিনি ওই সময় যেসব পদক্ষেপ নিয়েছিলেন তা না নিলে দেশে গৃহযুদ্ধ লেগে যেতো। বক্তারা নানা ইস্যুতে ভারতের সমালোচনা করেন।