ঢাকা
খ্রিস্টাব্দ

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩৩

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1866219 জন

  • নিউজটি দেখেছেনঃ 1866219 জন
গাজায় জাতিসংঘের স্কুলে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩৩
ছবি : সংগৃহীত

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের স্কুলে ইসরাইলি বিমান হামলা ১২ নারী-শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া গাজাজুড়ে আরও কয়েকটি হামলায় নুসেইরাতের মেয়রসহ চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।


এ ঘটনায় বিমান হামলা নিয়ে ইসরাইলকে পুরোপুরি স্বচ্ছ থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জাতিসংঘ পরিচালিত ওই স্কুলটিতে যখন ইসরাইল বিমান হামলা চালায়, তখন অনেক শরণার্থী ওখানে আশ্রিত ছিলেন। অবস্থা এমন যে, শরণার্থী শিবির, হাসপাতাল, স্কুল, কোনো জায়গাই আর নিরাপদ নেই ইসরাইলি লাগামহীন বর্বর হামলা থেকে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে ইসরাইল এ হামলা চালিয়েছে।


হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরাইল দাবি করেছে, ওই স্কুলে হামাসের তৎপরতা ছিলো। তবে ইসরাইলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দপ্তরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবেত।


এই হামলায় ইসরাইলে যেসব হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে, তাদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।


তিনি বলেন, ইসরাইল আমাদেরকে জানিয়েছে, ২০ থেকে ৩০ জন জঙ্গিকে তারা টার্গেট করেছে এবং যাদের হত্যা করেছে বলে তারা বিশ্বাস করে, তাদের নাম প্রকাশ করবে ইসরাইল। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়েছেন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পৌরসভা দপ্তরে ইসরাইলি বাহিনী হামলায় মধ্যে নুসেইরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আল-মাগারি নিহত হয়েছেন। এর আগে ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আজ-জাহরা এবং মধ্য গাজার মাগাজি পৌরসভার মেয়র নিহত হয়েছেন।


এছাড়া মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে একটি আবাসিক বাড়িতে ইসরাইলি হামলায় চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।


অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরাইলকে ছাড় দেয়ার আহ্বান জানিয়েছেন।


গাজার রাফা শহরে ইসরাইলের হামলায় ৪৫ জন নিহত হওয়ার এক সপ্তাহ পরেই এই হামলার ঘটনা ঘটলো।


হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় আট মাস ধরে চলা ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৬ হাজার ৪৭০ জন নিহত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ