ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রসহ সব বড় দেশের সঙ্গে যোগাযোগ করেছি : পররাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1806679 জন

  • নিউজটি দেখেছেনঃ 1806679 জন
যুক্তরাষ্ট্রসহ সব বড় দেশের সঙ্গে যোগাযোগ করেছি : পররাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শক্তিধর সব রাষ্ট্রের সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তী সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান ও পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সহযোগিতার আশ্বাসও মিলেছে।


উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দেশের গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের যে ভূমিকা সেটা আমরা অ‌নেক দিন দে‌খি‌নি। এখন আমরা তা দেখ‌তে পাচ্ছি।


এই সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কেই মি‌ডিয়ার যে ভূ‌মিকা রাখার কথা সেটা রাখছে। আপনারা এ ভূ‌মিকাটা বজায় রাখুন। এ সমর্থন রাখুন।’

বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে চি‌কিৎসার জন্য বি‌দে‌শে পাঠা‌নোর প্রশ্নে উপ‌দেষ্টা তৌহিদ হোসেন ব‌লেন, ‘এটা খুব নি‌টি‌গ্রিটি (খুঁটিনাটি)।


আপ‌নি এ বিষয়ে স্বাস্থ্য উপ‌দেষ্টা‌কে জিজ্ঞেস করুন। সেটা বেটার (ভালো) হ‌বে। এ ব্যাপা‌রে আমি খুব কন‌ফি‌ডেন্ট না।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ