শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেছেন, হাইকোর্ট ঘেরাও করার জন্য। আওয়ামী লীগের বিচারকদের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এ বিষয়ে আহ্বান জানিয়ে লিখেছেন, "যখনই শকুনরা স্বাধীনতা খামচে ধরার স্পর্ধা দেখাবে, তখনই রাজপথ হবে আমাদের ঠিকানা।"
সকাল সাড়ে ১০টার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে রাজু ভাস্কর্যের নিচে অবস্থান নিচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেমন: “ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে” এবং “ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও।”