ঢাকা
খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ১১ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১১ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 728258 জন

  • নিউজটি দেখেছেনঃ 728258 জন
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মারুফ। বিষয়টি নিশ্চিত করেছে আহত নোমানের ভাই এমরান গাজী।


আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।   


আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মারুফ ওরফে কসাই মারুফকে মাদক বেচাকেনায় বাঁধা দেয় নোমান সহ স্থানীয়রা। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয়দের দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মারুফ গাজী এন্টারপ্রাইজে হামলা চালায় এবং তার ভাই নোমানকে হাতে ও পেটে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়।


পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুরি রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


এ বিষয়ে অভিযুক্ত মারুফের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও  রিসিভ করেননি তিনি।


পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন,  আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।  


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ১১ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১১ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ