ঢাকা
খ্রিস্টাব্দ

অনুমোদন ছাড়া সড়কের গাছ কাটার অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1860359 জন

  • নিউজটি দেখেছেনঃ 1860359 জন
অনুমোদন ছাড়া সড়কের গাছ কাটার অভিযোগ
ছবি : সংগৃহীত

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুমোদন ছাড়াই বগুড়ার আদমদীঘিতে সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে কেটে রাখা ১০টি গাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রাম থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম এ গাছগুলো জব্দ করেন।


দমদমা-কদমা সড়কের রক্তদহ বিলের নতুন ব্রিজ এলাকা থেকে এসব গাছ কাটেন ওই এলাকার আব্দুস সালাম নামের এক কাঠ ব্যবসায়ী। তিনি কার নির্দেশে গাছগুলো কাটছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম।



স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের কয়েকজন যুবক নিজ উদ্যোগে সড়কের দুপাশে দেড় শতাধিক ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেন। তারাই যত্ন নিয়ে এসব গাছ বড় করেন। কিন্তু তাদের না জানিয়ে বুধবার সকাল থেকে ওই গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সালাম এসব কাছ কাটতে শুরু করলে পরদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করেন।


এ বিষয়ে আব্দুস সালাম জানান, তিনি গাছগুলো কিনে নিয়েছেন মাত্র।


গাছগুলো কাটতে দমদমা পূর্বপাড়া মসজিদের নামে একটি দরখাস্ত দেওয়া হয়। এরপর সড়ক ও জনপথ বিভাগ থেকে তাদের একটি কাগজ দিয়েছে। গাছগুলো কাটার কাগজ তার কাছে রয়েছে। কিন্তু তিনি সেই কাগজ কাউকে দেখাতে রাজী নন।


এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা আদমদীঘি থানার উপ পরিদর্শক মানিক কুমার জানান, আব্দুস সালাম অনুমোদনের কোনো কাগজ দেখাতে পারেননি। গাছ কাটতে নিষেধ করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নিবেন।


আদমদীঘি উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, সড়কের পাশে যে কেউ গাছ লাগাতে পারবে, তবে দরপত্র ছাড়া কেউ কাটতে পারবেন না।



তারা যে কাজটি করেছেন এটি রীতিমতো অপরাধ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ। তা না হলে আরো বেশি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানতে চাইলে আদমদীঘি উপজেলা বন কর্মকর্তা মতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।


বগুড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম জানান, ওই সড়কে গাছ কাটতে তারা কাউকে অনুমোদন দেননি। অবৈধভাবে গাছ কাটায় বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ১০টি গাছ জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ