ঢাকা
খ্রিস্টাব্দ

দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ।।
নিউজটি দেখেছেনঃ 1712890 জন
  • নিউজটি দেখেছেনঃ 1712890 জন
দুর্গোৎসব উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মীরসরাই উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মীরসরাইয়ের শ্রী জগদ্বীশ কেন্দ্রীয় কালী বাড়ি কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।


অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কালী বাড়ির সাধারণ সম্পাদক অভি নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মীরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, এবং মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন, নুর মোহাম্মদ, খায়র উল্লাহ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন মাছুম, এবং কালী বাড়ির সভাপতি সুদর্শন রায়।


উক্ত অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দ বাড়াতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বক্তারা। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ