ঢাকা
খ্রিস্টাব্দ

মাঝ আকাশে বিমানে রহস্যময় গন্ধ, অসুস্থ বিমানকর্মীরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1862930 জন

  • নিউজটি দেখেছেনঃ 1862930 জন
মাঝ আকাশে বিমানে রহস্যময় গন্ধ, অসুস্থ বিমানকর্মীরা
ছবি : সংগৃহীত

আলাসকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে রহস্যময় গন্ধ ছড়িয়ে পড়ে। এতে ফ্লাইটে থাকা দুই বিমানকর্মী ওই গন্ধে অসুস্থবোধ করেন। এ ঘটনার পর সিয়াটলে যাওয়ার পথে ফ্লাইটটি অপ্রত্যাশিতভাবে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল বিমানবন্দর অবতরণ করে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইউএসএ টুডের।


সংবাদমাধ্যমের কাছে বিমানের এক যাত্রী ঘটনার বিবরণ তুলে ধরেন। যাত্রীরা সবাই ঘটনাকে বেশ খানিকটা উদ্বেগজনক বলে ব্যাখ্যা দিয়েছেন। 


ফ্লাইটে থাকা এক যাত্রী বলেন, ‘একটা অদ্ভুত গন্ধ পুরো কেবিনে ছিল। তার অল্প কিছুক্ষণ পরেই বিমানকর্মীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন পর পর। তাদের মাথা ঘুরছিল, গা বমিভাব ছিল।’ 


গন্ধের উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। কোথা থেকে এমন গন্ধ বিমানের ভেতর ছড়াতে পারে, তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন ও কৌতূহল।  


প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে বিমানে এমন রহস্যময় গন্ধে একের পর এক বিমানকর্মী অসুস্থ হতেই ক্যাপ্টেন জোরদার পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বিমান ঘুরিয়ে স্যান ফ্রান্সিসকো বিমানবন্দরের দিকে নিয়ে যান। যাতে বিমানে থাকা সবার শারীরিক অবস্থা ঠিক থাকে।  শেষমেশ বিমানটি স্যান ফ্রান্সিসকোতে নিরাপদে অবতরণ করে।


আলাসকা এয়ারলাইন্স জানিয়েছে, তারা প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখছে। আর সবার সহযোগিতায় এ রহস্যময় গন্ধের কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছে। 


সংস্থাটি আরও জানিয়েছে, তাদের বিমানকর্মীদের স্বাস্থ্য ও কল্যাণ তাদের কাছে গুরুত্বপূর্ণ। অসুস্থ বিমানকর্মীদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন