ঢাকা
খ্রিস্টাব্দ

রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1698901 জন
  • নিউজটি দেখেছেনঃ 1698901 জন
রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের সহযোগিতায় একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। তিনি মনে করেন, এটি রাখাইনের চলমান সংকট সমাধানে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে এবং বাংলাদেশে নতুন শরণার্থীর ঢল ঠেকাতে সাহায্য করবে।


গত সোমবার (১৪ অক্টোবর) জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা একটি গুরুতর মানবিক সংকট সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিতে রোহিঙ্গা ও অন্যান্য বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তার প্রয়োজন।


থমাস অ্যান্ড্রুজ জানিয়েছেন, মিয়ানমারের অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে কয়েক লাখ রাখাইন রাজ্যের। সম্প্রতি প্রায় ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছে, যেখানে ইতোমধ্যে দশ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে বসবাস করছে।


অধ্যাপক ইউনূস সহিংসতা বন্ধ এবং বাস্তুচ্যুত মানুষের জন্য আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার সুপারিশ করেন। তিনি রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনে সহায়তার জন্য বিশেষ র‌্যাপোর্টারের সহযোগিতা চান।


২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের কথাও বৈঠকে আলোচনা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ