ঢাকা
খ্রিস্টাব্দ

গাজীপুরে টোল আদায়ের নামে চাঁদাবাজি, ৩ জনকে কারাদণ্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1855516 জন

  • নিউজটি দেখেছেনঃ 1855516 জন
গাজীপুরে টোল আদায়ের নামে চাঁদাবাজি, ৩ জনকে কারাদণ্ড
ছবি : সংগৃহীত

কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকায় সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজি করার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১১ জুন) বিকেলে ঘোড়াশাল ফেরিঘাট সংলগ্ন খলাপাড়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু।


দণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার রহিম শিকদারের ছেলে তারিফ শিকদার (২১), নাছির উদ্দিনের‌ ছেলে তানভীর (২০) এবং নজুমুদ্দিনের ছেলে সিদ্দিক (৫০)।


কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার শহীদ ময়েজ উদ্দিন ফেরিঘাট স্ট্যান্ড থেকে টোল আদায়ের জন্য কালীগঞ্জ পৌরসভা থেকে ইজারা নেন হুমায়ূন কবির শিকদার। কিন্তু তিনি ইজারা চুক্তি বিধি লঙ্ঘন করে প্রতিনিধি নিয়োগ দেন। তারা পৌরসভার নির্ধারিত স্থান রেখে খলাপাড়া এলাকায় ঘোড়াশাল ফেরিঘাট সংলগ্ন সড়কে চলাচলরত যানবাহন থেকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে কালীগঞ্জ ইউএনও এস.এম ইমাম রাজী টুলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৩ জনকে আটক করে প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


ইউএনও  এস.এম ইমাম রাজী টুলু জানান, পৌর টোল আদায়ের নির্ধারিত স্থান বাদ দিয়ে খলাপাড়া এলাকায় সড়কে চলাচল করা যানবাহন থেকে প্রতিনিধি দিয়ে চাঁদা আদায় করছিল ইজারাদার। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন