ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কিশোর-কিশোরীদের আলোচনা সভা

চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ৭.১৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ৭.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 790501 জন

  • নিউজটি দেখেছেনঃ 790501 জন
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের আলোচনা সভা

জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব এবং তরুণদের প্রতিনিধি আবু নাসের আলিফ।

আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গঠনে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের কথা বলার অধিকার, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার যথাযথ সুযোগ থাকা উচিত। সেই সঙ্গে আত্মরক্ষার জন্য স্কুল পর্যায়ে মার্শাল আর্ট ও কারাতে শিক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সময়ানুবর্তিতা, শিষ্টাচার ও শৃঙ্খলার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ৭.১৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ৭.১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ