ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা শিক্ষকের মৃত্যু, মর্মাহত ইউনিসেফ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1870294 জন

  • নিউজটি দেখেছেনঃ 1870294 জন
কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা শিক্ষকের মৃত্যু, মর্মাহত ইউনিসেফ
ছবি : সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আজ বুধবার (২৯ মে) বন্দুকের গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।  বুধবার ২৯ মে রাতে এক বিবৃতিতে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট ওই মৃত্যুর খবর জানান।


শেলডন ইয়েট বলেন, ‘কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে আজ বন্দুকের গুলিতে এক রোহিঙ্গা শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে মর্মাহত। ইউনিসেফ এ ঘটনায় আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে।


শেলডন ইয়েট আরো বলেন, ‘স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হামলার ঘটনায় ইউনিসেফ তীব্র নিন্দা জানায়। শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিশু এবং এই অপরিহার্য সেবার সঙ্গে জড়িত সকল কর্মীদের জন্য একটি নিরাপদ স্থান হতে হবে।’ 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ