ঢাকা
খ্রিস্টাব্দ

রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১.৫৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 866501 জন

  • নিউজটি দেখেছেনঃ 866501 জন
রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নরসিংদীর রায়পুরায় শ্রীনগরে গাউছে হক দরবার ভাঙ্গাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা মামলা দিয়ে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ৩ দিনের আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচি দেয় উলামা পরিষদ।



গতকাল দুপুরে রায়পুরা প্রেসক্লাবের সামনে 'সম্মিলিত উলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



দরবারটিকে গাঁজা ও অনৈতিক কার্যকলাপের আসর হিসেবে আখ্যায়িত করে মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ মার্চ রাতে গাউছে হক দরবার শরীফটি দুর্বৃত্তরা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেখানে পতিত আওয়ামীলীগের দোসররা অনৈতিক কাজ করতো। দরবারটির উপরে নৌকার প্রতীক লাগানো ছিলো। ওই দরবার শরীফ ভাঙ্গাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের হয়রানি করা হচ্ছে।



পরে মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষনা করেন মুফতি সাজেদুল্লাহ সায়েম। সেখানে বলা হয় আগামী ৩ দিনের মধ্যে মিথ্যা মামলাটি তুলে নিতে হবে। না হলে এরপরদিন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাধ্যম করে জেলা প্রশাসক স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপি প্রদানের পর সন্তুষজনক উত্তর না হলে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করা হবে। সবশেষ শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি শালিস করা হবে বলে জানানো হয়। 




মানববন্ধনে অংশ নেন, এইচ এম নূরে আলম সিদ্দিকী, সাজেদুল্লাহ সায়েম, হাফেজ কারী মুজিবুর রহমান, মুফতি শাহ জালাল কাসেমী, মাওলানা আবুল হাসান, জবাব ফরিদ উদ্দিন, মাওলানা করির হোসেন, মাওলানা জামাল, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা হেদায়েত উলাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম, জনাব শাহাবুদ্দিন, জনাব হাসেন, মাওলানা নুরুল্লাহ রশিদী, মাওলানা বরকত উল্লাহ রশিদী, মুফতি আল আমিন, মাওলানা যোবায়ের, মাওলানা হাবিবুর রহমান, মুফতি রফিকুল ইসলাম ও মাওলানা শরিফ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাদ্দাম উদ্দিন রাজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নরসিংদী
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১.৫৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১.৫৬ অপরাহ্ন