ঢাকা
খ্রিস্টাব্দ

২৭ বছর পর পর্দায় এক সঙ্গে কাজল-প্রভু দেবা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1872329 জন

  • নিউজটি দেখেছেনঃ 1872329 জন
২৭ বছর পর পর্দায় এক সঙ্গে কাজল-প্রভু দেবা
ছবি : সংগৃহীত

আড়াই দশকের বেশি সময় পর পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার আলোচিত দুই অভিনয় শিল্পী কাজল এবং প্রভু দেবা। আর সেই সিনেমা থাকছে কলকাতার এক অভিনেতাও। তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি বিশাল বাজেটের একটা কাজ নিয়ে আসছেন। আর অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করবেন এই পরিচালক।

এ ছাড়া এই সিনেমায় প্রথমবারের মত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন কাজল। টাইমস অব ইন্ডিয়ার। কাজল এবং প্রভু দেবা ছাড়াও ওই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন ও আদিত্য শীল। এ ছাড়া কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকেও উপ্পলাপতি তার নতুন সিনেমায় নিয়েছেন।


সিনেমার প্রকাশ না করে ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছেন উপ্পলাপতির নতুন কাজটি দিয়ে দীর্ঘ ২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল ও প্রভু দেবা। সর্বশেষ ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন তারা। কাজল ও প্রভু দেবাকে নিয়ে উপ্পলাপতি বলেন, কাজল ম্যাম দারুণভাবে অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। বলা যায় এই প্রথম অ্যাকশন নিয়ে কাজ করলেন। তার উৎসাহের কমতি ছিল না। স্টান্টগুলো সুন্দরভাবে করেছেন। প্রভু স্যার নিজেও একজন পরিচালক তাই উনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। ইতোমধ্যেই তারা হায়দরাবাদ এবং মুম্বাইতে শুটিংয়ের কাজ সেরে নিয়েছেন।


আগামী সপ্তাহে টিজার আসতে পারে। সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব দিয়েছেন জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন। আর সম্পাদক হয়েছেন নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ সিনেমার সম্পাদনাও করবেন বলে জানা গিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন