ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক সংসদের চিফ হুইপের বাড়ি ঘর ভেঙে নদীতে ফেলে দেয়ার হুমকি দিলেন বিএনপি নেতা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1042547 জন

  • নিউজটি দেখেছেনঃ 1042547 জন
সাবেক সংসদের চিফ হুইপের বাড়ি ঘর ভেঙে নদীতে ফেলে দেয়ার হুমকি দিলেন বিএনপি নেতা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

সংসদের সাবেক চিফ হুইপ নূর ই আলম ( লিটন) চৌধুরীর  বাড়ির ঘর ভেঙে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কামাল জামান উদ্দিন মোল্লা।  


বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর—১ আসনের সাবেক এমপি ও সংসদের চিফ  হুইপকে  উদ্দেশ্য করে তিনি বলেন,  লিটন চৌধুরী এখন পালিয়ে থেকে ষড়যন্ত্র শুরু করেছে আমরা ভদ্রতার খাতিরে এখন পর্যন্ত আপনার বাড়ি ঘর ভাঙ্গিনি। আপনার ষড়যন্ত্র অব্যাহত থাকলে আপনার বাড়ি ওই বিল্ডিং নদীর ভেতরে পাবেন ।  এরপর যদি আপনি একটি অন্যায় করেন আপনার বাড়ির একটি ইট ও  থাকবে না আপনাকে হুঁশিয়ারি করে দিলাম।


তিনি আরো বলেন, একটা পদ্মা সেতু থেকে লিটন চৌধুরীর পরিবার ও শেখ হাসিনার পরিবার ৪০ হাজার কোটি টাকা চুরি করেছে। আমরা আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সাজাবো এমন ভাবে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি মডেল দেশ। আগামী ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন হবে  নিজেকে তিনি শিবচর আসন থেকে  বিএনপি'র প্রার্থী হিসেবে লড়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।


এছাড়ও তিনি বলেন, ১৮টি বছর বাংলার মানুষ ভোট দিতে পারেনি, দেশ থেকে ভোটের রাজনীতি উঠিয়ে ফেলেছিল কোটি কোটি টাকার বিনিময় নমিনেশন বাণিজ্য ছিল। আন্দোলনের মাধ্যমে আবার ও দেশে ভোটের রাজনীতি ফিরে এসেছে, শেখ হাসিনাকে যদি বিতাড়িত না করা হতো তাহলে তিনি বাংলার মানচিত্র কে ইন্ডিয়াকে বিলিয়ে দিত। 


শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এনামুল হক চাঁন মিয়া মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব শাজাহান মোল্লা (সাজু) সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান, মোঃ শাহাদাত হোসেন খান, বাঁশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২.১৪ পূর্বাহ্ন