ঢাকা
খ্রিস্টাব্দ

‘আমার সব স্বপ্ন ভেঙে গেছে’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1779060 জন

  • নিউজটি দেখেছেনঃ 1779060 জন
‘আমার সব স্বপ্ন ভেঙে গেছে’
ছবি : সংগৃহীত

‘৬২ বছর বয়সে আমার সব স্বপ্ন ভেঙে গেছে।’ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের বাবা এ কথা বলেন। তিনি পেশায় একজন দর্জি। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় তিনি। 


গতকাল বুধবার ওই নারী চিকিৎসকের মা-বাবা বলেছেন, তাঁদের সব স্বপ্ন ভেঙে গেছে। তাঁদের মেয়েটি ছিল বুদ্ধিমতী। মেয়েটি একটি সুন্দর জীবনযাপন করতে এবং তাঁর পরিবারের যত্ন নিতে চেয়েছিলেন। ‘বাবা সময়মতো ওষুধ খেয়েছেন কি না আমাকে জানাও।


আমাকে নিয়ে চিন্তা করো না।’ ঘটনার আগে ওই নারী চিকিৎসক তাঁর মাকে মোবাইল ফোনে শেষবারের মতো এই কথা বলেছিলেন। এদিকে ওই নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় ঘটনার দিন দুটি যৌনপল্লীতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।


গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যালের ৩১ বছর বয়সী একজন শিক্ষানবিশ নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন।


সরকারি ওই হাসপাতালেরই এক সভাকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর শরীরে সংঘবদ্ধ ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তিনি হাসপাতালটির একজন স্বেচ্ছাসেবক ছিলেন।


কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগে গত ৮ আগস্ট রাতে কলকাতার একটি নিষিদ্ধপল্লীতে যান সঞ্জয়। মধ্যরাতের পর আবার তিনি আরজি কর হাসপাতালে যান। ওই নারী চিকিৎসক যে সভাকক্ষে ঘুমাতে গিয়েছিলেন, সঞ্জয়কে সেই সভাকক্ষে ঢুকতে ও বের হতে দেখা গেছে সিসিটিভির ফুটেজে। এর ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।


আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে কলকাতায় ব্যাপক বিক্ষোভ হয়। দেশজুড়ে কর্মবিরতি পালন করেন চিকিৎকরা। বিক্ষোভের মুখে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। কর্মস্থলে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সুরক্ষায় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। গতকালও কলকাতায় বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত চিকিৎসকরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন