ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজারে ঘুরতে আসা নারীদের হেনস্তাকারী ফারুকুল গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1770344 জন

  • নিউজটি দেখেছেনঃ 1770344 জন
কক্সবাজারে ঘুরতে আসা নারীদের হেনস্তাকারী ফারুকুল গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩ সেপ্টেম্বর রাতে মো. ফারুকুল ইসলামকে (২২) কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা থেকে গ্রেপ্তার করে। তার নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



প্রসঙ্গত, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে সনাক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ