দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বন্দি শিবিরে ১০ হাজারের বেশি মানুষকে হত্যায় দোষী সাব্যস্ত ৯৯ বছর বয়সী এক নারীর আপিল খারিজ করে দিয়েছেন জার্মানির একটি আদালত। ইরমগার্ড ফুর্চনার নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প স্টুথফে এসএস কমান্ডারের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গতকাল মঙ্গলবার ফুর্চনারের দুই বছরের স্থগিত কারাদণ্ডের আদেশটি চূড়ান্ত বলে জানান জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস।
দানজিগের পার্শ্ববর্তী একটি ক্যাম্পে হত্যাযজ্ঞে জড়িত ছিলেন ফুর্চনার।
বর্তমানে জায়গাটি পোল্যান্ডের জিদানস্ক শহরের আওতায় পড়েছে। নাৎসি বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়া কয়েকজন নারীর মধ্যে ফুর্চনার অন্যতম।
২০২২ সালে ইটজেহো আদালত জানান, বিচারকরা নিশ্চিত হয়েছেন, কমান্ডারের কার্যালয়ে মুদ্রাক্ষরিক হিসেবে কাজ করার সময় ফুর্চনার ১০ হাজার ৫০৫ জনকে নির্মমভাবে হত্যার ব্যাপারে সব কিছু জানতেন এবং ১৯৪৩ সালের ১ জুন থেকে ১৯৪৫ সালের ১ এপ্রিল পর্যন্ত ইচ্ছাকৃতভাবে সেসব কর্মকাণ্ড সমর্থন করেছেন।