ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1795340 জন

  • নিউজটি দেখেছেনঃ 1795340 জন
দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮
ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২২৮ জন ডেঙ্গু রোগী। গতকাল বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৯৩০ জনে।


তাদের মধ্যে মারা গেছে ৭৪ জন।

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর। ওই বছর একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৮৯ হাজার ৮৭৫ জন ও মৃত্যু হয়েছিল ৪২৬ জনের। গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১০৪ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬ জন।


এ ছাড়া চট্টগ্রামে ৫০ জন, বরিশালে ৪২ জন, খুলনায় ৯, ময়মনসিংহে দুজন ও রাজশাহীতে একজন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৮৮১ জন। ঢাকা মহানগরে ৫২০ জন ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৩৬১ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও নরসিংদী জেলায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন