ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৯.০৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৯.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 538447 জন

  • নিউজটি দেখেছেনঃ 538447 জন
শিবচরে মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচরে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্রের খেলোয়াড় ও স্থানীয়রা।


শুক্রবার (২০ জুন) বিকেলে পৌরসভার ৯নং ওর্য়াডে অবস্থিত সাবেক (ইকবাল ক্লাব) বর্তমানে ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্র মাঠে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্র একটি সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান,যার গভ: নিবন্ধন নং:মাদা-৪১৪/১৭.


জানা গেছে, ১৯৫৪ সালে ৬১ শতাংশ জমির উপর গড়ে উঠে ইকবাল ক্লাব। ততকালীন পাকিস্তানের জনপ্রিয় কবি ইকবাল'র সাথে নামকরণ করে এই মাঠের নাম করা হয় ইকবাল ক্লাব। এরপরে ২০১৭ সালে এই ক্লাবের নাম পরিবর্তন করে আবদুল লতিফ খান ক্রীড়াচক্র রাখা হয় ও তার সাথে মাঠের পরিধি আরও বড় করা হয়।ক্লাবটি সমাজ সেবা অধিদপ্তরের থেকে নিবন্ধন করা হয় যার রেজি নং-মাদা-৪১৪/১৭। কিন্ত বর্তমানে কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে পায়তারা করছে এই খেলার মাঠ দখলের জন্য।


উপস্থিত খেলোয়াড়রা বলেন,‘আমাদের বাপ দাদারা এই মাঠে খেলাধূলা করেছে।আমরাও এই মাঠে খেলে বড় হয়েছি।আমাদের সাথে এই মাঠের স্মৃতি অনেক যা বলে বোঝানো যাবে না। কিন্ত কিছু দিন যাবত কিছু কুচক্রী মহল মাঠটি দখল করার জন্য উঠেপড়ে লেগেছে।আমরা এটা হতে দিবো না।কারণ অত্র এলাকায় এটিই একমাত্র খেলার মাঠ।


ডা.আবদুল লতিফ খান ক্রীড়াচক্রের কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো.আবুল খায়ের খান বলেন,‘খেলার মাঠ দখল,বিষয়টি খুবই দুঃখজনক।এই মাঠটি আপনারা এখন যেমন দেখছেন আগে এমন ছিলো না।মাঠের পূর্বের অবস্থা ছিলো-মাঠটি প্রায় প্রধান সড়ক থেকে ১০ ফিট নিচু ছিলো,মাঠের পশ্চিমে ছিলো বড় পুকুর, আর উওরে ছিলো একটি পকেট খাল কিন্ত উপশহর গড়ে ওঠার কারণে তার মুখ বন্ধ হয়ে যায়,আর মাঠের দক্ষিণে ছিলো আরও একটি ডোবা।যা বিভিন্ন সরকারি অনুদান ও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫৯ লাখ টাকা দিয়ে বালু ও মাটি ভরাট করে আজকে মাঠের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কিন্ত বর্তমানে কিছু কুচক্রী মহল মাঠের বিভিন্ন কোনায় খুটি কুপে মাঠটি দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যা কোন মতে হতে দেওয়া যাবে না। তাই সকলে ঐক্য থেকে এই কুচক্রী মহলকে শক্ত হাতে দমন করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৯.০৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৯.০৬ অপরাহ্ন