ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশের লুট করা অস্ত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1793739 জন

  • নিউজটি দেখেছেনঃ 1793739 জন
পুলিশের লুট করা অস্ত্র র‍্যাবের কাছে জমা দেওয়ার অনুরোধ
ছবি : সংগৃহীত

বিভিন্ন জায়গা থেকে পুলিশের লুট করা অস্ত্র র‌্যাবের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


বৃহস্পতিবার (৮ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা, হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয়-ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


এদিকে, পুলিশ সদস্যদের বিভিন্ন প্রস্তাব দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।


কমিটির সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম, ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডি ইন্সপেক্টর জাহিদুল ইসলাম, সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল, সিআইডির এসআই জহিরুল হক, ডিএমপির কনস্টেবল বরকত উল্লাহ।


কমিটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ