ঢাকা
খ্রিস্টাব্দ

কারাগারে বসে পরীক্ষা দেয়ার অনুমতি পেলেন দুই এইচএসসি পরীক্ষার্থী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1800703 জন

  • নিউজটি দেখেছেনঃ 1800703 জন
কারাগারে বসে পরীক্ষা দেয়ার অনুমতি পেলেন দুই এইচএসসি পরীক্ষার্থী
ছবি : সংগৃহীত

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন নামে দুই শিক্ষার্থী। সাতক্ষীরা জেলা কারাগারে তাদের রাখা হয়েছে।



বুধবার ৩১ জুলাই  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে- এ অনুমতি দেয়া হয়। এতে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা এর ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। এখানে আরও বলা হয়, পরীক্ষা গ্রহণের সব খরচ এই দুই শিক্ষার্থীর অভিভাবকরা বহন করবেন।



এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। এখন সিদ্ধান্ত হয়েছে, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন