ঢাকা
খ্রিস্টাব্দ

ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1826643 জন

  • নিউজটি দেখেছেনঃ 1826643 জন
ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের সভা স্থগিত
ছবি : সংগৃহীত

সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের নেতাদের গতকাল বৃহস্পতিবার যে সভা হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল।


তবে সেটি স্থগিত করা হয়েছে। সভা কবে তা পরবর্তীতে জানানো হবে। এর আগে গত বুধবার দুপুরে অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ওবায়দুল কাদেরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার একটি সভা হওয়ার কথা জানান। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ৪র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ১ জুলাই থেকে এই কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ