ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে পদ্মা নদী থেকে বালু তোলায় ৬টি ড্রেজার জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 905265 জন

  • নিউজটি দেখেছেনঃ 905265 জন
শিবচরে পদ্মা নদী থেকে বালু তোলায় ৬টি ড্রেজার জব্দ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।


জব্দকৃত ড্রেজার সমূহ- খান এন্টার প্রাইজ লোড ড্রেজার, শাহপরান লোড ড্রেজার, বায়তুল মুকাদ্দাস লোড, মায়ের আশীর্বাদ লোড, এম বি আল ইউসুফ লোড, মক্কা মদিনা লোড ড্রেজার।


সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ছয়টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ কাজের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


এসময় চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম খান, নৌ-পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল বাশারসহ নৌ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।


ভোক্তভুগী এলাকাবাসী জানান- পদ্মানদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছিল। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আবার যদি কেউ কথা বলেও তা হলে তাদেরকে হামলার হুমকি দেয়া হয়। যে কারণে দিনের পর দিন, বছের পর বছর বালু তুলছে। বালু তোলায় নদী পাড়ের ফসলি জমি ও নতুন চর এখন হুমকির মুখে রয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর , মাদারীপুর
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১.৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ