ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1882912 জন

  • নিউজটি দেখেছেনঃ 1882912 জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছবি : সংগৃহীত

শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে।


এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষকদের দাবি-দাওয়ার যৌক্তিকতা নিরূপনের জন্য একটি এবং ২৮ এপ্রিল উপাচার্য আর শিক্ষক সমিতির সদস্যদের মুখোমুখি অবস্থান ও হাতাহাতির ঘটনায় পৃথক দুটি কমিটি গঠন করা হবে।


আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে সিন্ডিকেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, উপাচার্য দাবি করেছেন যে আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ডুকছে। শিক্ষার্থীদেরকে টাকা দেয়া হচ্ছে। এতে এখানে অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন