ঢাকা
খ্রিস্টাব্দ

মোদি কেন ধ্যানের জন্য কন্যাকুমারী বেছে নিলেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1881847 জন

  • নিউজটি দেখেছেনঃ 1881847 জন
মোদি কেন ধ্যানের জন্য কন্যাকুমারী বেছে নিলেন
ছবি : সংগৃহীত

গায়ে গেরুয়া বসন। হাতে রুদ্রাক্ষের মালা। একমনে বসে ধ্যান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় মোদির ধ্যান করার ছবি গতকাল শুক্রবার সকালে প্রকাশ করেছে বিজেপি।


আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন মোদি। গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শেষ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেন মোদি। ৪৫ ঘণ্টা ওই ধ্যানমণ্ডপেই থাকবেন মোদি। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে প্রায় দুই হাজার পুলিশ কাজ করবেন।


সমুদ্র থেকে নজরদারি চালাবে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী।  অতীতেও নির্বাচনী প্রচারণা শেষে মোদি ধ্যানে বসেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার শেষে তিনি  মহারাষ্ট্রের প্রতাপগড়ে যান। ২০১৯ সালে নির্বাচনী প্রচারণা শেষে তিনি উত্তরাখণ্ডের কেদারনাথে যান।


পশ্চিম ও উত্তর ভারতের পরে এবার দাক্ষিণাত্য। অনেকে বলছেন, ‘রাজনীতিক’ মোদি ভোটের অঙ্ক মেলাতে কন্যাকুমারী বেছেছেন ঠিকই। কিন্তু এর সঙ্গে তাঁর পূর্বাশ্রমের স্মৃতিও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এবার ভোট প্রচারণায় মোদি দক্ষিণের রাজ্যগুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ, এখন পর্যন্ত ভারতের অন্যত্র যেভাবে পদ্ম ফুটেছে, দক্ষিণের রাজ্যগুলোতে তা হয়নি।


মোদি প্রচারণায় এমনও দাবি করেছেন, এবার দক্ষিণের ‘মন’ বদলেছে। বিজেপির আসন এবং ভোট বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন। ফলে ভোটের ভাবনা তাঁর প্রচার-পরবর্তী ধ্যানের স্থান নির্বাচনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ শনিবার ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটগ্রহণ হবে। তার আগে মোদির এই ধ্যান নিয়ে সরব হয় সিপিএম ও কংগ্রেস। মোদির ধ্যানমগ্নের ছবি টেলিভিশনে সম্প্রচার না করতে নির্বাচন কমিশনের কাছেও যায় তারা। তাদের দাবি, মোদির ধ্যানমগ্নের ছবি প্রচারিত হলে তাতে বিজেপি ভোটের মাঠে বিশেষ সুবিধা পেতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ