ঢাকা
খ্রিস্টাব্দ

সুয়েজ খালের রাজস্ব কমল ৫০%, মিসরের কপালে চিন্তার ভাঁজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1883158 জন

  • নিউজটি দেখেছেনঃ 1883158 জন
সুয়েজ খালের রাজস্ব কমল ৫০%, মিসরের কপালে চিন্তার ভাঁজ
ছবি : সংগৃহীত

মিসরের পরিকল্পনামন্ত্রী হালা এল-সাইদ জানিয়েছেন, লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সুয়েজ খালের রাজস্ব আয় ৫০ শতাংশ কমে গেছে। রবিবার (২৮ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ফাঁকে তিনি এ তথ্য জানান।


হালা এল-সাইদ আরও বলেন, লোহিত সাগরে উত্তেজনার কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় এই পতন ঘটেছে।


আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল। ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম শিপিং রুট এটি। পাশাপাশি এটি মিসরের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস, যার ফলে কিছুটাও হলেও চিন্তার ভাঁজ পড়েছে দেশটির কর্মকর্তাদের।


গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় শুরু হয় ইসরায়েলের আগ্রাসন। এর জের ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোয় আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।


পরবর্তীতে এই হামলা ঠেকাতে প্রতিশোধমূলক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ। এসব কারণে লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে। প্রভাবিত হয়েছে আন্তর্জাতিক জলপথের ট্রানজিটও।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ