ঢাকা
খ্রিস্টাব্দ

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা দ্রুত সরানোর সুপারিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1888428 জন

  • নিউজটি দেখেছেনঃ 1888428 জন
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা দ্রুত সরানোর সুপারিশ
ছবি : সংগৃহীত

পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত অন্য জায়গায় সরাতে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 


এছাড়াও তারা যমুনা সার কারখানা এবং ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। 


বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটর বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন। 


কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মির্জা আজম, শামীম ওসমান, মো. আব্দুল ওদুদ, আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ মোহিত উর রহমান, এবিএম আনিছুজ্জামান এবং শেখ আনার কলি পুতুল এ সময় উপস্থিত ছিলেন। 


বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং সাভার চামড়াশিল্প পার্কের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়। এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় কমিটির কাছে উপস্থাপন করার সুপারিশ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন