রাজধানীতে 'মঞ্চ ৭১' এর ব্যানারে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, **শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে** দায়ের করা মামলার ভিত্তিতে সাবেক সচিব শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। **আজই তাকে আদালতে সোপর্দ করা হবে**, বলেও জানান তিনি।