ফেনীর ফুলগাজীতে গোয়ালঘর ভেঙে চরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে র্যাব। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাতে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরকানুর রহমান (৫৮) জানান, গভীর রাতে তার গোয়ালঘরের তালা ভেঙে দুইটি লাল রঙের বলদ গরু চুরি হয়ে যায়। গরুর আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা। পরবর্তীতে তিনি খবর পান, র্যাব-৭ ফেনী ক্যাম্প চেকপোস্টে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু ও একটি পিকআপ জব্দ করেছে।
তিনি দ্রুত র্যাব ক্যাম্পে গিয়ে আটককৃত চারটি গরুর মধ্যে নিজের দুইটি গরু শনাক্ত করেন। আটককৃতরা হলো জামাল হোসেন মানিক (৫০), মো. আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াসিন (৪৬), আব্দুল কাদের (৩৭), মো. হারুন (৩৫) ও মো. সুলতান আহম্মদ (২৬)। তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র ও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো ন-১৯-৬২১৮ নম্বরের একটি পিকআপ আটক করা হয়। গাড়িটিতে থাকা গরু ও আসামিদের জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করে। একই সঙ্গে তারা ছাগলনাইয়া এলাকায়ও আরেকটি গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, যেহেতু একই সঙ্গে ফুলগাজী এবং ছাগলনাইয়া দুই এলাকাতেই গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা ছাগলনাইয়া থানা ও ফুলগাজী থানায় অভিযোগ দিয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।